×

আন্তর্জাতিক

আত্মসমর্পণ করেছেন পুজদেমন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৭, ০৭:৩১ পিএম

কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন ও তার সরকারের চার মন্ত্রী আত্মসমর্পণ করেছেন। রোববার বেলজিয়াম পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।

বেলজিয়ামের সরকারি আইনজীবীরা জানিয়েছেন, পুজদেমন ও তার চার মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল স্পেন। এ ব্যাপারে স্থানীয় সময় দুপুরে সাংবাদিকদের কাছে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন আইানজীবীরা।

স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। এই স্বাধীনতার ঘোষণাকে অবৈধ ঘোষণা করে স্পেনের পার্লামেন্ট। স্পেনের প্রধানমন্ত্রী রাজয় সিনেটের প্রাপ্ত ক্ষমতাবলে পুজদেমন সরকারকে বরখাস্ত করেন এবং ২১ ডিসেম্বর কাতালোনিয়ার নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। গত সপ্তাহে নিজের চার মন্ত্রীকে নিয়ে বেলজিয়ামে পালিয়ে যান পুজদেমন। শুক্রবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে স্পেনের আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App