×

জাতীয়

হিলিতে লাখ টাকার ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ১২:১২ পিএম

দিনাজপুরের হিলি সীমান্তের মংলার নন্দিপুর এলাকা থেকে দুই লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ নভেম্বর) ভোররাতে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এর চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। হিলির মংলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মনসুর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সীমান্তের মংলার নন্দিপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৪৫ পিস ভারতীয় চাদর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য দুই লাখ ২৪ হাজার ৫০০ টাকা। মালামালগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App