×

জাতীয়

মা-ছেলে হত্যার আসামি জনি গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ০৩:১৪ পিএম

রাজধানীর কাকরাইলে মা শামসুন্নাহার করিম (৪৬) ও ছেলে শাওনকে (১৭) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন ওরফে জনিকে গ্রেফতার করেছে র‍্যাব। জনি নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তার ভাই। শনিবার জনিকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান। কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বিকেল ৪টায় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। গত বুধবার বিকেলে কাকরাইলের রাজমণি-ইশা খাঁ হোটেলের বিপরীত পাশে মায়াকানন বাসার পাঁচতলায় গৃহকর্মীকে রান্নাঘরে আটকে রেখে শামসুন্নাহার করিম ও তার ছেলে শাওনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নিহতের স্বামী আবদুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে। পরে বৃহস্পতিবার করিম ও মুক্তাকে আটক করে পুলিশ। ওইদিনই পুলিশ হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবদুল করিম ও তার তৃতীয় স্ত্রী মুক্তাকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তাদের আদালতে হাজির করলে বিচারক দুইজনকে ছয়দিনের রিমান্ডের আদেশ দেন। জানা গেছে, আবদুল করিম ও শামসুন্নাহার দম্পতির তিন ছেলের মধ্যে নিহত শাওন সবার ছোট। তাদের বড় দুই ছেলে দেশের বাইরে থাকেন। রাজধানীর শ্যামবাজারে আবদুল করিমের ব্যবসা রয়েছে। ঘটনার সময় তিনি সেখানেই ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App