×

আন্তর্জাতিক

ভিয়েতনামে ঝড়ে নিহত ১৯

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ১০:২৬ পিএম

ভিয়েতনামের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় দামরে। শনিবার এই ঘূর্ণিঝড়টির আঘাতে নিহত হয়েছে ১৯ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ১৬ বছরের মধ্যে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল দামরে।ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খানহ হোয়া প্রদেশে। এখানে ঘর ধসে ও আকস্মিক বন্যায় ১৪ জন নিহত হয়েছে বলে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

এছাড়া পৃথক বিবৃতিতে ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে ৩৭০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে, ২৫ হাজারেরও বেশি বাড়ির ছাদ উড়ে গেছে এবং ১১২টি যান ও মাছ ধরার নৌকা ডুবে গেছে। ভিয়েতনামের মধ্যাঞ্চলসহ তৃতীয় বৃহত্তম শহর দা নাং বিদ্যুৎ হয়ে পড়েছে। একাধিক বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App