×

তথ্যপ্রযুক্তি

গোপ্রোর অ্যাকশান ক্যামেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ০১:৪২ পিএম

বিখ্যাত অ্যাকশন ক্যামেরা সংস্থা গোপ্রো নিয়ে এলো নতুন একটি ক্যামেরা। এটি হলো ‘হিরো সিক্স ব্ল্যাক’। এই ক্যামেরায় উন্নত স্টাবিলাইজেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেম নেওয়া যাবে। এটি দিয়ে ফোরকে মানের ভিডিও করা যাবে। অ্যাকশন ক্যামেরাটিতে ১০৮০ পিক্সেলে/২৪০ এফপিএস এবং ২.৭ কে/১২০ এফপিএসের চিত্র ধারণ করা যাবে। ক্যামেরাটিতে উন্নত ইলেকট্রোনিক ইমে স্টাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে জিপি ওয়ান জিপ ব্যবহার করা হয়েছে। যাতে করে উন্নত ছবি পাওয়া যায়। বিশেষ করে কম আলোতে। কলকাতা২৪ এর খবরে বলা হয়েছে, ক্যামেরাটিতে কানেকটিভিটির জন্য ওয়াইফাই রয়েছে। এতে ৫ গিগাহার্জ গতি পাওয়া যাবে। নতুন গো প্রো ক্যামেরটিতে ১২ মেগাপিক্সেলের জেপিজে কিংবা র ছবি তোলা যাবে। ক্যামেরার তোলা ছবি দেখার জন্য এতে ২ ইঞ্চির এলসিডি মনিটর রয়েছে। ক্যামেরাটির দাম ধরা হয়েছে ৫০০ ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App