×

বিনোদন

কর প্রদানে সেরার তালিকায় রুনা শাওন শাকিব খান জাহিদ হাসান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ০৩:১৯ পিএম

২০১৬-১৭ অর্থবছরে সঙ্গীত জগতের সেরা তিন করদাতার মধ্যে প্রথম হয়েছেন রুনা লায়লা। আর অভিনেতা-অভিনেত্রী বিভাগে সেরা হয়েছেন মেহের আফরোজ শাওন। সঙ্গীত বিভাগে রুনা লায়লার পর এরপর রয়েছেন এসডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী।
আর অভিনেতা-অভিনেত্রী বিভাগে শাওনের পর রয়েছেন যথাক্রমে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ছোট পর্দার অভিনেতা জাহিদ হাসান। সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্স কার্ড দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন। বাকিগুলো প্রতিষ্ঠান।
নীতিমালা অনুযায়ী ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। যে কোনো ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে পাবেন কেবিন সুবিধা।
এছাড়া বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা। ট্যাক্স কার্ড দেয়ার পর এর মেয়াদ থাকে এক বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App