×

জাতীয়

টাকা ঋণ না পেয়ে লাঠিপেটা, অতঃপর শ্লীলতাহানির চেষ্টা!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৭, ০৮:০৩ পিএম

উপজেলায় টাকা ধার না দেয়ার বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন স্কুল শিক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনকে লাঠিপেটা ও শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মা-পারভীন বেগম জানান, বেশ কিছুদিন আগে মাছিমপুর এলাকার খোকন তার কাছে টাকা ধার চায়। পারভীন বেগম তার কাছে টাকা নেই জানালে খোকন তাকে হুমকি প্রদান করে। গতকাল শুক্রবার সকালে পরভীন বেগমকে প্রতিবেশী তাহমিনা কাউসার সরকারি সাবমারসিবলের পানি নিয়ে যেতে বলে। পারভীন বেগম পানি আনতে গেলে প্রতিপক্ষের খোকন, মমিনুল, শাহীনুর, ছালেহা বেগমসহ অজ্ঞাত ২-৩ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাকে লাঠিপেটা করে আহত করে। পারভীন বেগমের চিৎকারে কলেজ পড়–য়া ছেলে পারভেজ ও মেয়ে বিথী আক্তার বাঁচাতে এগিয়ে প্রতিপক্ষের লোকজন তাদেরও লাঠিপেটা করে আহত করে। একপর্যায়ে বিথী আক্তারকে শ্লীলতাহানির চেষ্টা চালায় খোকন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App