চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলকার মরদানা আলমপুর গ্রামে বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার নিজ বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে তাইফুর রহমান (৩৮) নামে ওই যুবকের হাত উড়ে যায়। তিনি ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুস সালামের ক্যাডার তাইফুর দুপুরে তার ভাই সাইফুদ্দিনের বাড়ির ছাদে বোমা তৈরি করছিলেন। এসময় হঠাৎ বোমা বিস্ফোরণে তাইফুর রহমানের একটি হাত উড়ে যায়। এতে গুরুতর আহত তাইফুরকে স্বজনরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। বিকেলের দিকে তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিপক্ষের লোকজনের ওপর হামলার জন্য ওই বোমা তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে।
শিবগঞ্জ থানার ওসি হাবিব উদ্দিন জানান, বোমা বিস্ফোরণে তাইফুর নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।