×

খেলা

রোহিতের ১৫৮ বলে ২০৯

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ১২:১২ পিএম

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। সেটা  ২০১৩ সালে, আজকের এই দিনে। অস্ট্রেলিয়ার বোলারদের চোখের জল নাকের জল করে ডাবল পূর্ণ করেন রোহিত। রোহিতের আগে ডাবল সেঞ্চুরি করেন শচীন টেন্ডুলকার ও বীরন্দর শেবাগ। তবে ম্যাচের শুরু থেকে রোহিতের ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না যে, তিনি বড় কীর্তি গড়তে যাচ্ছেন। বেঙ্গালুরুতে রোহিত পঞ্চাশ স্পর্শ ৭১ বলে। যেখানে ডট বল ছিল ৩৯টি, সিঙ্গেল ছিল ২৪টি! মাত্র ৩টি চার ও ১টি ছক্কা মেরেছিলেন ৫০ রানের ইনিংসে। পরের ৫০ রান তোলেন ৪৩ বলে। এখানেও ডট বল ছিল ২২টি। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছান মাত্র ২৬ বলে। আর ১৫০ থেকে ২০৯ রানে যেতে বল খেলেন ১৮টি। ১৫৮ বলে সাজানো ইনিংসে মোট ডট বল ছিল ৭৪টি। সিঙ্গেল হয়েছিল ৪৭টি, দুই রান ৯টি। রোহিত যখন দেড়শ রানে পৌঁছান, তখন ভারতের ইনিংস শেষ হতে মাত্র ২৭ বল বাকি। ওই ২৭ বলের এক তৃতীয়াংশই খেলে সেঞ্চুরিকে ডাবলে রূপ দেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি। ধোনি খেলেছিলেন মাত্র ৯ বল। বাকিটা রোহিত একাই। শেষ পর্যন্ত ১২ চার ও ১৬ ছক্কায় ২০৯ রানের ইনিংসটি সাজান রোহিত। এক ইনিংস সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি সেদিন নিজের দখলে নিয়েছিলেন মারকুটে এই ওপেনার। শেন ওয়াটসনের বাংলাদেশের বিপক্ষে হাঁকানো ১৫ ছক্কা টপকে সেদিন ১৬ ছক্কা মেরেছিলেন ভারতীয় ওপেনার। ২০১৫ বিশ্বকাপে এ রেকর্ডে ভাগ বসান ক্রিস গেইল। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করতে ১৬ ছক্কা মেরেছিলেন গেইল। রোহিতের ‘ক্যামিও’ ইনিংসের পর ব্যাট হাতে বেঙ্গালুরু মাতান অস্ট্রেলিয়ার জেমস ফকনার। ৭৩ বলে ১১৬ রান করেন ফকনার। হাই স্কোরিং ম্যাচ ভারত জিতলেও দুই দল শেষ পর্যন্ত লড়াই করেছিল। ম্যাচে মোট ৩৮ ছক্কা হয়েছিল, যা এক ম্যাচে এখনো সর্বোচ্চ। ভারত ও অস্ট্রেলিয়া ২০১৩ সালের দ্বিপক্ষীয় সিরিজে মোট ৭ ম্যাচ খেলেছিল। যদিও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল দুই ম্যাচ। সিরিজে ১১ ইনিংসে মোট রান হয়েছিল ৩৫৯৬, যা যেকোনো দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ। সিরিজে মোট ১১৬টি ছক্কা এবং ৩৭১টি চার এসেছিল। দ্বিপক্ষীয় কোনো সিরিজে এটাও সর্বোচ্চ বাউন্ডারির সংখ্যা। ঠিক এক বছর পর ২০৯ রানের ইনিংস টপকে যান রোহিত শর্মা। ২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৩ বলে ২৬৪ রান করেন রোহিত, যা ওয়ানডে এক ইনিংসে সর্বোচ্চ। ৩৩ চার ও ৯ ছক্কায় পুরো ইনিংসটি সাজিয়েছিলেন রোহিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App