×

জাতীয়

নিকলীতে জলমহাল নিয়ে সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ০৪:২৯ পিএম

কিশোরগঞ্জের নিকলীতে জলমহালে বাধ দেয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিকলী থানা পুলিশের পরিদর্শক তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকাবাসী জানায়, নোয়াপাড়া এলাকায় ৪৮ একর আয়তনের ছাকিদেয়ার বিল লিজ নিয়ে মাছ চাষ করছেন ইজারাদার মতি মিয়ার লোকজন। সকাল সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া এলাকায় জলমহালের বাইরে কৃষকদের জমিতে পাটি বাধ দিতে গেলে গ্রামবাসী ইজারাদারদের বাধা দেয়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ইজারাদারদের বন্দুকের গুলিতে ৬ গ্রামবাসী আহত হয়। আহতরা হলেন, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঠালকান্দা গ্রামের পছন্দ অলীর ছেলে বাচ্চু মিয়া (৪৫), একই ইউনিয়নের আহসানপুর গ্রামের হোসেন আলীর ছেলে এরুক মিয়া (২৫), বড়কান্দা গ্রামের রেন্টু মিয়ার ছেলে রাব্বিল (১৫), নোয়াপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আবদুল বারি (৪৫), একই গ্রামের নজরুল হকের ছেলে নাজমুল হক (২৩) ও আব্দুর রহমানের ছেলে মেনু মিয়া (৪০)। তাদের মধ্যে নাজমুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, ছাকিদেয়ার জলমহালের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের বিরোধ চলছে। মতি মিয়ার লোকজন তিন বছর মেয়াদে ৪৮ একর জলমহাল ইজারা নিলেও তারা আশপাশের লোকজনের শতাধিক একর জমিতে বাধ দিয়ে মাছ চাষ করছে। এ নিয়ে সংঘর্ষে ২ বছর আগে সাদেক মিয়া নামে এক কৃষক নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App