×

যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে ৬জনকে হত্যার ঘটনায় বাংলাদেশীদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাকচাপা দিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় সেদেশে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে চাপা উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার নায়ক একজন উজবেক মুসলমান হওয়ায় প্রবাসী বাংলাদেশী মুসলমানদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা আরও বেড়েছে। গতকাল ঘটনার পর থেকে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, ওজন পার্কের বিভিন্ন রেস্টুরেন্টে, গোসারী এবং বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানে এ নিয়ে আলোচনা করতে শোনা গেছে। আজ ফজরের নামাজের পরে মসজিদের মুসল্লীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলে। কেউ কেউ এ ঘটনা সাজানো হতে পারে বলেও মন্তব্য করেন। মুসলামন ধর্মাবলম্বীরা ছাড়া অন্য ধর্মের কেউ নাশকতা বা এ ধরনের ঘটনা ঘটালে সেটাকে সন্ত্রাসী ঘটনা বলে উল্লেখ করা হয় না অথচ মুসলিম হলে ঘটনাকে সন্ত্রাসী ঘটনা উল্লেখ করে পশ্চিমা মিডিয়ায় তা নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হয়। এ নিয়ে তাই ক্ষোথ প্রকাশ করতে শোনা যায় অনেককে। উল্লেখ্য, গতকাল ৩১ অক্টোবর বুধবার বিকেলে ম্যানহ্যাটনের পশ্চিমপাশের মহাসড়ক ওয়েস্ট স্ট্রিট ও চেম্বার স্ট্রিট বরাবর বাইক (সাইকেল) চলাচলের রাস্তায় একটি ট্রাক উঠিয়ে দিলে ৬ জনের মৃত্যু ঘটে। পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, লোয়ার ম্যানহ্যাটনের পশ্চিমপাশের মহাসড়ক থেকে সাইফুলো সাইপভ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ২৯ বছর বয়েসী সাইপভ উজবেকিস্তান থেকে ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আসে। সে প্রথমে ট্রাক চালক হিসেবে কাজ করলেও বর্তমানে নিউজার্সির পেটারসনে উবার চালনার সঙ্গে জড়িত। সিবিএস নিউজকে এক প্রত্যক্ষদর্শী জানায়, ‘সেখানে বিশাল দুর্ঘটনা ঘটে এবং কেউ একজন গুলিবর্ষণ শুরু করে।’ এবিসি চ্যানেল ৭’কে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘একটি সাদা ট্রাক দ্রুতগতিতে বাইক চলাচলের রাস্তায় উঠে যায় এবং এতে বেশ কয়েকজনকে আঘাত করে। এতে বেশ কয়েকটি বাইক দুমড়ে-মুচড়ে যায়।’ এবং বাইক আরোহীদের কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ে। এদের মধ্যে ৬ জন নিহত হন। তিনি বর্ণনা করেন দেহগুলো পাশের স্টাইভেসান্টা স্কুলের সামনে পড়ে ছিল। স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, তারা ট্রাক থেকে এক ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছে। ট্রাকটি একটি স্কুলবাসের সঙ্গে সংঘর্ষও বাঁধায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App