×

ফিচার

দর্শকের হলমুখী হওয়াটা খুবই জরুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ১০:৫০ এএম

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী। তার সাক্ষাৎকার নিয়েছেন হেমন্ত প্রাচ্য
মেলা : আপনার অভিনীত ডুব ছবিটি মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে জানতে চাই... রোকেয়া প্রাচী : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি সবার ভালো লাগবে বলেই মনে করি। আমি চাইবো দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখুক। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য দর্শকের হলমুখী হওয়াটা খুবই জরুরি। দর্শক যদি হলে গিয়ে নিয়মিত সিনেমা দেখেন। তাহলে প্রযোজকরা সিনেমায় টাকা লগ্নি করতে আগ্রহী হবেন। পরিচালকেরা ভালো বাজেট নিয়ে মানসম্পন্ন সিনেমা নির্মাণ করতে পারবেন। মেলা : ডুব সিনেমায় আপনার চরিত্র প্রসঙ্গে জানতে চাই? রোকেয়া প্রাচী : সিনেমাটি তো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন। দর্শকের উদ্দেশ্যে আমি বলব, সিনেমা হলে আসুন ডুব দেখুন। ছবিটি দর্শকের মাঝে খুবই সাড়া জাগাবে বলে আমার বিশ্বাস। মেলা : যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই? রোকেয়া প্রাচী : যৌথ প্রযোজনার সিনেমা তো নতুন কিছু নয়। অনেক আগে থেকে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ হচ্ছে। সরকারের যে নীতিমালা রয়েছে তার মধ্য দিয়ে বেশি করে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ হোক। সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি ইতিবাচক হবে। যৌথ প্রযোজনায় ছবি হলে বাজারটা অনেক বড় হবে। এতে বিগ বাজেটের ছবি নির্মিত হবে। তবে অবশ্যই যৌথ প্রযোজনার ছবি নির্মাণে সরকারি নীতিমালা মানতে হবে। মেলা : বাংলাদেশের সাম্প্রতিক চলচ্চিত্র নিয়ে আপনার মন্তব্য জানতে চাই? রোকেয়া প্রাচী : আমাদের তরুণ নির্মাতাদের হাত ধরে সাম্প্রতিক সময়ে সিনেমা ইন্ডাস্ট্রি বেশ চাঙ্গা হয়ে উঠেছে। গেলো বছর ‘আয়নাবাজি’ সুপার হিট করেছে। এ বছর ঢাকা অ্যাটাক সুপার হিট হয়েছে। বছরে যদি ৫-৭টি সুপার হিট ছবি করা যায়। একইসঙ্গে ভিন্ন ধাঁচের ৬-৭টি সিনেমা করা যায়; তবে সিনেমা ইন্ডাস্ট্রি বছর জুড়েই জমজমাট থাকবে। এ বছরে ঢাকা অ্যাটাকের সাফল্য, মুক্তির আগেই ডুব ছবি নিয়ে আলোচনা। কিংবা গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ আমাদের সিনেমা শিল্পের জন্য খুবই ইতিবাচক ঘটনা। মেলা : বাংলাদেশের চলচ্চিত্র এখন নিয়মিতভাবেই বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে। বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? রোকেয়া প্রাচী : বাংলাদেশের সিনেমা কিন্তু অনেক আগে থেকেই বাণিজ্যিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে। ২০০১ সালে কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’। ছবিটি ২০০২ সালে বিশ্বের ৪০টি দেশে একযোগে বাণিজ্যিকভাবে মুক্তি দেয়া হয়েছিল। এই ছবির অভিনেত্রী হিসেবে কান উৎসবের একটি সিগমেন্ট আমি উদ্বোধন করেছি। এটা আমার জীবনের স্মরণীয় ঘটনা। ইদানীং অনেক ছবি বিদেশের হলে মুক্তি পাচ্ছে। এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক। মেলা : আপনাকে এখন রাজনীতিতে সক্রিয় দেখা যাচ্ছে? রোকেয়া প্রাচী : রাজনীতিতে আমি অনেক দিন ধরেই সক্রিয় রয়েছি। বিভিন্ন সময় বিপন্ন মানুষের অধিকার আদায়ে রাজপথে স্লোগান দিয়েছি। সভা-সমাবেশ করেছি। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্কুল করেছি। এখন মনে হলো, আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানো উচিত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেন মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App