×

আন্তর্জাতিক

গ্রামে ‘ঘুরতে এসে’ দড়িতে বাধা পড়ল কুমির

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ০৬:৪১ পিএম

বাড়ির সামনে অদ্ভুত এক নড়াচড়ার শব্দে ঘুম ভাঙে দাশরথি পাদিয়ামির। দরজা খুলে উড়িষ্যার মালকানগিরির এই বাসিন্দা দেখেন ঘরের সামনে ঘোরাফেরা করছে ১২ ফুট লম্বা এক কুমির।

বাড়ির সামনে এই কুমির দেখে ভীত দাশরথি প্রথমে ঘরে থাকা দুই কন্যাকে ঘরের চিলেকোঠায় তুলেন। এরপর স্ত্রীকে নিয়ে গ্রামবাসীর সহায়তার জন্য দৌড় দেন। দাশরথি ও তার স্ত্রীর ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় জনগণ প্রথমে তার দুই কন্যাকে উদ্ধার করে। এরপর সবাই মিলে দড়ি দিয়ে কুমিরটিকে আষ্টেপৃষ্ঠে বেধে ফেলা হয়।

আতঙ্কগ্রস্ত জনগণ প্রথমে কুমিরটিকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু গ্রামের শীর্ষব্যক্তিরা তাদের নিবৃত্ত করে। স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। কুমিরটিকে গ্রামের কাছাকাছি সাতিগুদা বাধে ছাড়তে চাইলে জনগণ বাধা দেয়। তাদের কথা এতে কুমিরটি আবারও গ্রামে ফিরে আসবে। পরে কুমিরটিকে ৬০ কিলোমিটার দূরে বালিমেলাতে ছাড়া হয়। বন কর্মকর্তারা জানিয়েছেন, কুমিরটি সম্ভবত গ্রাম ডিম পাড়তে এসেছিল। বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App