×

তথ্যপ্রযুক্তি

কার্বন কে নাইন বাজারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ১১:৫৭ এএম

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কার্বন নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। এই ফোনটিকে তারা বলছে স্মার্ট সেলফি ফোন। ফোনটির মডেল কার্বন কে নাইন। ফোনটিতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যদিও এই ক্যামেরা সেলফির জন্য পর্যাপ্ত নয় কিন্তু কম দামের ফোন হিসেবে ভালোই। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯০ রুপিতে। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে। সঙ্গে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস। ফোনটিতে কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ১ জিবি র‌্যামের এই ফোনটিতে ৮ জিবি রম রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোরজি নেটওয়ার্ক সমর্থিত এই ফোনটি ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, থ্রিজি কানেকটিভিটি রয়েছে। ছবির জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। ব্যাকআপের জন্য আছে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App