×

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ১১:১৬ এএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে একটি জ্বালানি ট্যাংকারে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ১৫ জন নিহত এবং ২৭ ব্যক্তি আহত হয়েছেন। রাজধানী কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকার শহরে বুধবার রাতে এ বিস্ফোরণ ঘটে। পার্স টুডের খবরে বলা হয়েছে, জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের পরপরই পার্শ্ববর্তী একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেলে বাসটির যাত্রীরা হতাহত হন। স্থানীয় গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার জানিয়েছেন, বোমা বিস্ফোরণে দুটি ট্যাংকার ধ্বংস হয়ে যায়। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। এ ছাড়া দিনের শুরুতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্‌খ প্রদেশের একজন জেলা পুলিশ কমান্ডারকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় একজন নিহত হয়। এর আগে মঙ্গলবার রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় এক ব্যক্তির আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে তালেবানরা আফগান নিরাপত্তা বাহিনী ও বিদেশি সেনাদের বিরুদ্ধে হামলা বাড়িয়ে দিয়েছে। বিদেশি সেনারা আফগানিস্তান থেকে পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তালেবান হুঁশিয়ারি দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App