×

খেলা

আত্মজীবনীতে প্রেমিকাদের কথা লিখবেন শেন ওয়ার্ন

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ১০:০৪ পিএম

জীবনে চলার পথে বাধা-বিপত্তি, উত্থান-পতন, সুখ-দুঃখ এবং সাংসারিক জীবনের নানা অজানা গল্প নিয়ে আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন অস্ট্রেলিয়া দলের সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। ‘শেন ওয়ার্ন’ অস্ট্রেলিয়া ক্রিকেটে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭০৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারকারীর তালিকার দ্বিতীয় স্থানে তার নাম রয়েছে। ৮০০ উইকেট নিয়ে তার ওপরে আছেন শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন। [caption id="attachment_9581" align="aligncenter" width="705"] ইংলিশ অভিনেত্রী এলিজাবেথের হাত ধরে শেন ওয়ার্ন যেন বলছেন, চল না ঘুরে আসি অজানা পথে। এ হার্লির কারণে ওয়ার্নকে ডিভোর্স দিয়েছেন সিমোনে[/caption] ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে শতকরা ৯০ ভাগ ম্যাচ জেতার কৃতিত্বও রয়েছে তার। এমনই সব জানা-অজানা তথ্য নিয়ে নিজের আত্মজীবনী প্রকাশ করবেন সাবেক এ ক্রিকেটার। অস্ট্রেলিয়ান মর্নিং পত্রিকা ‘দ্য হেরাল্ড সান’ এ তিনি বলেন, আমার এ আত্মজীবনীর মধ্যে ভালো-মন্দ, ঊত্থান-পতন, পরিবার, সম্পর্ক, ক্রিকেট সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে। স্ত্রী সিমোন ক্যালেহানের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ২০০৫ সালে উভয়ে ডিভোর্স নেয় তারা। [caption id="attachment_9582" align="aligncenter" width="627"] সুখের দিনে স্ত্রী সিমোনের সঙ্গে স্পিনার শেন ওয়ার্ন। এ ছবিটি এখন কেবলই স্মৃতি[/caption] ওয়ার্ন-সিমোন সংসারে তিন সন্তানের জন্ম হয়। সিমোন বলেন, মূলত ইংলিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লির সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণেই তিনি ওয়ার্নের কাছ থেকে আলাদা হয়ে যান। এখন সিমোনের দেয়া এ বিবৃতি কতটুকু সত্য তা ওয়ার্নের আত্মজীবনী প্রকাশের পরেই জানা যাবে বলে সাবেক এ ক্রিকেটার জানান। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এ আত্মজীবনী প্রকাশিত হবে বলে তিনি নিশ্চিত করেন।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App