×

জাতীয়

নাটোরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ০৭:৪৬ পিএম

হেরোইন রাখার দায়ে নাটোরে নাসের আলী নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নাসের আলী সিংড়া পেট্রোবাংলা এলাকার নইমুদ্দিন শেখের ছেলে। জানা যায়, ২০০৫ সালের ২০ এপ্রিল শহরের হুগোলবাড়িয়া বাইপাস এলাকায় রাজশাহী থেকে নাটোরগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের একটি সিটের ভেতর থেকে ২২ গ্রাম হেরোইনসহ নাসের আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাদক ব্যবসায়ী নাসের আলীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App