×

জাতীয়

ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি পরীক্ষা শুরু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ০৯:৩৮ পিএম

ধামরাইয়ে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। উপজেলায় এবার ৬টি জেএসসি ও ১টি জেডিসি কেন্দ্রে মোট ৯ হাজার ১১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় বলে জানিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম। ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জানান, এখানে ১ হাজার ২৫৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। এবার নতুন করে নিয়ম বেঁধে দেয়ায় পরীক্ষার আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ৯টায় পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেখা যায়। পরীক্ষার্থীদের এ বিষয়ে আগে থেকেই জানিয়ে দেয়া হয়েছে বলে জানান ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব মো. হয়রত আলী। এতে কোনো সমস্যা হয়নি বলে অভিভাবকরা জানিয়েছেন। সোবাহান মডেল স্কুল-এর প্রধান শিক্ষক সেলিনা আকতার বলেন, কেন্দ্রের পরিবেশ পুরোপুরি নিয়ন্ত্রিত ও পরিচ্ছন্ন। কেন্দ্র পরিদর্শক সেলিনা খানম বলেন, সরকারের নির্দেশ মোতাবেক সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করিয়ে পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে ব্যবস্থা করা হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জানান, এখানে ১ হাজার ২৫৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App