×

জাতীয়

কৃষিমন্ত্রীর ভিডিও কনফারেন্স জলবায়ু পরিবর্তনে দেশে অধিক বৃষ্টিপাত হয়েছে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ০৬:৪০ পিএম

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে রাজবাড়ীর কৃষি বিভাগের কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়ের ওই ভিডিও কনফারেন্সে অংশ নেন রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আক্তার। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাঈম আস সাকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিনসহ অন্য কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে গত ১০ বছরের মধ্যে এবার দেশে অধিক বৃষ্টিপাত হয়েছে। যে কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছে। কৃষকরাও সাহসিকতার সঙ্গে ক্ষতি পুশিয়ে নিতে পুরোদমে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App