×

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত ১৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ১০:০৭ পিএম

রতের উত্তর প্রদেশের রায়বেরেলিতে সরকার পরিচালিত বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০০ জন।

আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে কারণ আরো অসংখ্য মানুষ ভেতরে আটকে আছে। জানা গেছে, গত মার্চ মাসে সংযুক্ত ষষ্ঠ ইউনিটের বয়লার পাইপ বিস্ফোরণের পরে অগ্নিশিখার সৃষ্টি হয়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে। বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করা হয়েছে। উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করতে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দল পাঠানো হয়েছে।

আহতদের বিদ্যুৎকেন্দ্রের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহতদের লখনৌয়ের হাসপাতালে নেয়া হয়েছে ১৯৮৮ সালে যাত্রা শুরু উনচালার প্ল্যান্টটি ১৯৮৮ সালে ৫টি ইউনিট নিয়ে যাত্রা শুরু করে যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ছিল ২১০ মেগাওয়াট। ষষ্ঠ ইউনিট চলতি বছর শুরু করা হয়।

মরিশাস সফরে থাকা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতিজনকে ২ লাখ ও গুরুতর আহত প্রতিজনকে ৫০ হাজার রূপি দেয়া হবে। এনডিটিভি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App