×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সিনেটের প্রেসিডেন্টের পদত্যাগ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ০৬:২২ পিএম

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট স্টিফেন পেরি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক হওয়ায় হাই কোর্টের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

শুক্রবার দ্বৈত নাগরিকত্বের কারণে অস্ট্রেলিয়ার হাই কোর্ট উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েসসহ পার্লামেন্টের পাঁচ সদস্যকে অযোগ্য ঘোষণা করেছিল।দেশটির সংবিধানে দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে।

মঙ্গলবার এক বিবৃতিতে পেরি বলেছেন, অস্ট্রেলিয়ার হাই কোর্ট দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা একেবারেই সুষ্পষ্ট।

সরকারের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন তাকে জানিয়েছে, যে তিনি পৈত্রিকসূত্রে সেখানকার নাগরিক এরপরই তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

অস্ট্রেলিয়ার সিনেট প্রেসিডেন্টের দায়িত্ব হচ্ছে এই উচ্চকক্ষের সভাপতিত্ব করা। সিনেটে নতুন করে ভোটের মাধ্যমে তার স্থলাভিষিক্ত নির্বাচন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App