×

খেলা

সভাপতি নয়, পরিচালক পদেই তুষ্ট দূর্জয়

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০৭:১৩ পিএম

১৮ ভোটের মধ্যে ১৩ ভোট পেয়ে ঢাকা বিভাগ থেকে ফের বিসিবির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়। আজ তিনটি পরিচালক পদে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঢাকা বিভাগে দূর্জয়ের সঙ্গে নির্বাচিত হয়েছেন সৈয়দ আশফাকুল ইসলাম। বিসিবির নব নির্বাচিত ২৫ পরিচালক আগামীকাল ভোটাভুটির মাধ্যমে বিসিবির সভাপতি নির্বাচন করবেন। সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে নাঈমুর রহমান দূর্জয় বলেন,‘বোর্ড সভাপতি হওয়ার ইচ্ছে নেই।’

বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা দূর্জয় নির্বাচন করেছেন নাজমুল হাসান পাপনের প্যানেলেই। নব নির্বাচিত প্রত্যেক পরিচালকের ইচ্ছে নাজমুল হাসান পাপনকে ফের বিসিবি সভাপতি নির্বাচিত করা। সেক্ষেত্রে বিসিবি সভাপতির আগামীকালের নির্বাচন নিয়েও কোনো উত্তাপ নেই। বোর্ড পরিচালক হয়ে নাঈমুর রহমান দূর্জয় সন্তুষ্ট। ক্রিকেটের লোক হয়ে ক্রিকেটের উন্নতিতে নিজের অবদান রাখতে চান প্রতিটি ক্ষেত্রে।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন নাঈমুর রহমান। ক্রিকেট অপারেশন্সের বর্তমান দায়িত্বে আছেন আকরাম খান। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে কাজ করার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের উত্তরে দূর্জয় বলেন,‘অপরাশন্সে ফেরার বিষয়টি বিসিবির সভাপতি নির্ধারণ করবেন। আমি এটা নিয়েও চিন্তিত না। ক্রিকেট অপারেশন্সের হয়ে কাজ করতে পারব কিংবা অন্য কোথায় থেকে কাজ করতে পারব সেটা নিয়ে ভাবতে চাই না। ক্রিকেটের উন্নতি করা যাবে অন্য বিভাগে।’

‘যেমন গ্রাউন্স, উইকেট। উইকেট একেক জায়গায় একেক কাজ করতে চাই। তাহলে ক্রিকেটারদের ভিন্ন কন্ডিশনের অভিজ্ঞতা হবে। এ জায়গাটায় আমাদের টেকন্যিকাল লোক দরকার। ডেভেলাপমেন্টে টেকনিক্যাল লোক দরকার। আম্পায়ার্সদের ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে। বয়সভিত্তিক কাজ করার সুযোগ আছে, টুর্মামেন্ট কমিটি আছে, সিসিডিম আছে। কোনো বিভাগই কম নয়। সকল বিভাগের সমন্বয়ের ফল কিন্তু জাতীয় দলেরসাফল্য।’-বলেছেন দূর্জয়।

বিসিবির ২৫ পরিচালকের মধ্যে ২২ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে বিসিবির পরিচালনা পরিষদে আসছেন। ব্যতিক্রম দূর্জয়। গতবারও তাকে নির্বাচন করে বোর্ডে আসতে হয়েছিল। নির্বাচন করার বিষয়টি উপভোগ করেন দাবি করে দূর্জয় বলেছেন,‘গতবারও নির্বাচন করেছি, জিতেছি। এবারও তাই। নির্বাচন করতেও ভালো লাগে। আর নির্বাচন করে কোথায় আসতে পারলে তৃপ্তি বেশি থাকে। নিজের অনুভূতি ভালো হয়। নির্বাচিত হওয়ার পিছনে আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App