×

খেলা

বিসিবির নির্বাচন আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ১২:৫৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ মঙ্গলবার। নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালক সংখ্যা ২৫ জন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুইজন ছাড়া ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার কথা ২৩ পরিচালকের। কিন্তু ইতোমধ্যে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন। আজ আনুষ্ঠানিকতার নির্বাচনে ভোটের লড়াই হবে তিনটি পরিচালক পদে। এতে প্রার্থী আছেন ছয়জন। নির্বাচন হচ্ছে ক্যাটাগরি-১’এর ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে। ঢাকা বিভাগে দুটি পরিচালক পদের জন্য ভোটের লড়াইয়ে নামছেন চারজন। বরিশাল বিভাগে একটি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুইজন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড রুমে আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে ভোটগ্রহণ শেষে। চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে আগামীকাল (১ নভেম্বর) বিকেল ৩টায়। ঢাকা বিভাগে ভোটার সংখ্যা ১৮ জন। চার প্রার্থী হচ্ছেন মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয়, নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু, নরসিংদীর শাহীনুল ইসলাম ভূঁইয়া, ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। এর মধ্যে নাজমুল হাসান পাপনের প্যানেলে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য বিদায়ী বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। একই প্যানেলের সমর্থন আছে তানভীর আহমেদ টিটুর প্রতিও। বরিশাল বিভাগে ভোটার সংখ্যা সাতজন। প্রতিদ্বন্দ্বিতা করবেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার এম এ আউয়াল চৌধুরী ভুলু। তাদের মধ্যে নাজমুল হাসান পাপনের প্যানেলে রয়েছেন সর্বশেষ বোর্ডের পরিচালক এম এ আউয়াল চৌধুরী ভুলু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক যারা ক্যাটাগরি-১: শফিউল আলম চৌধুরী (সিলেট বিভাগ), আকরাম খান ও আ জ ম নাছির উদ্দিন (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), সাইফুল আলম স্বপন (রাজশাহী বিভাগ) ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ)। ক্যাটাগরি-২: আফজাল-উর-রহমান সিনহা, গাজী গোলাম মুর্তজা, হানিফ ভূঁইয়া, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুবউল আনাম, মঞ্জুর কাদের, নজীব আহমেদ, নাজমুল হাসান পাপন, শওকত আজিজ রাসেল ও তানজিল চৌধুরী। ক্যাটাগরি-৩: খালেদ মাহমুদ সুজন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত: আহমেদ সাজ্জাদুল আলম ও এনায়েত হোসেন সিরাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App