×

খেলা

বার্সেলোনার সাফল্যের সূত্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ১২:৩৩ পিএম

চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। শুধু বার্সেলোনাই শীর্ষে নয়, দলটির ফরোয়ার্ড লিওনেল মেসি ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন আছেন যথাক্রমে পিচিচি (লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) ও জামোরা ট্রফি (লা লিগার সেরা গোলরক্ষকের পুরস্কার) জয়ের দৌড়ে সবার আগে। প্রথম দশ রাউন্ডে বার্সেলোনা গোল খেয়েছে মাত্র তিনটি। অন্যদিকে প্রতিপক্ষের জালে তারা বল জড়িয়েছে ২৮ বার। এর ১২ গোলই করেছেন দলের সেরা তারকা মেসি। যেখানে রিয়াল মাদ্রিদের সকল ফরোয়ার্ড মিলে গোল করেছেন মেসির অর্ধেক, ছয়টি। এবার লিগের শুরুর দিন থেকে শীর্ষে আছে বার্সা। তারা জিতেছে দশ ম্যাচের নয়টিতে, একটি ম্যাচ ড্র করেছে। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার থেকে বার্সা এগিয়ে চার পয়েন্ট। বার্সার ২৮, ভ্যালেন্সিয়ার ২৪ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী ও গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের (২০ পয়েন্ট) থেকে বার্সা এগিয়ে আছে আট পয়েন্ট। গত মৌসুমে ২৯ থেকে ৩৭ রাউন্ড পর্যন্ত সবচেয়ে কম গোল হজম করেছিল বার্সেলোনা। এই সময়ে অন্য যে কারও চেয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন মেসি। ফলে ৩৩ রাউন্ডে দ্বিতীয় থেকে শীর্ষে উঠেছিল বার্সা। তখন অবশ্য তারা রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছিল। শেষ দুই রাউন্ডে বার্সেলোনাকে টপকে যায় রিয়াল। এবার বার্সেলোনা এখন পর্যন্ত যে মাত্র তিনটি গোল হজম করেছে, এর বড় কৃতিত্ব টের স্টেগেনের। জার্মান গোলরক্ষক দশ ম্যাচের সাতটিতেই বার্সার জাল অক্ষত রেখেছেন। সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বেশ কয়েকটি গোল সেভ করেছেন। মেসি আর টের স্টেগেনের অসাধারণ পারফরম্যান্সই চলতি মৌসুমে বার্সেলোনার সাফল্যের সূত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App