×

খেলা

ফের ক্রিকেট বোর্ডের পরিচালক দুর্জয়

Icon

মাসউদ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ১০:৪৪ পিএম

আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগ থেকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে লড়াই হয়েছে মাত্র দুটি বিভাগে। বিভাগ দুটি হলো ঢাকা ও বরিশাল। ঢাকা বিভাগে দুটি পরিচালক পদের জন্য ভোটযুদ্ধে নেমেছিলেন চারজন:  মানিকগঞ্জ থেকে দুর্জয়, নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু, নরসিংদী থেকে শাহীনুল ইসলাম ভূইয়া এবং কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশফাকুল ইসলাম। ঢাকা বিভাগে ভোটের পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, বিদায়ী বোর্ডের পরিচালক ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর নাঈমুর রহমান। ১৮ ভোটের ১৩টিই পড়েছে তার পক্ষে। সমান ভোটে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। বাকি দুই প্রার্থী নারায়ণগঞ্জের তানভীর আহমেদ পেয়েছেন ৭ ভোট আর নরসিংদীর শাহিনুল ইসলাম ভূইয়া পেয়েছেন বাকি ৩টি। তবে সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে বরিশাল বিভাগের নির্বাচন। একটি পরিচালক পদের জন্য এই বিভাগ থেকে নাজমুল হাসানের প্যানেল সমর্থিত এম এ আউয়াল চৌধুরীর সঙ্গে লড়ে বড় ব্যবধানে জিতেছেন বরগুনার আলমগীর খান। ৭ ভোটের ৫টিই পেয়েছেন আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App