×

বিনোদন

চোর আটক : ব্যাগ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০৪:১৪ পিএম

শিল্পকলা একাডেমির নাট্যশালার মূলমঞ্চে একটি নাটকের মহড়ায় অংশ নিয়েছিলেন নরওয়ে থেকে আসা অতিথি নাট্যশিল্পীরা। আর সেখান থেকে নিমিষেই গায়েব হয়ে যায় একজনের কালো হাতব্যাগ। গত ২৬ অক্টোবরের ঘটনা এটি। অবশেষে সেই নরওয়ের নাট্যশিল্পীর কালো ব্যাগটি রুবেলের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সঙ্গে পাকড়াও করা হয়েছে সেই ব্যাগ চোর রুবেলকেও। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, সেই ব্যাগচোরের নাম রুবেল (২৬)। ডিসি মাসুদ আরো জানান, মঙ্গলবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে সায়েদাবাদ এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রুবেলের হেফাজত থেকে ব্যাগের মধ্যে থাকা একটি ল্যাপটপ ও আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, ব্যাগ চোরকে গ্রেফতারে প্রযুক্তির সহায়তায় সিসিটিভির ফুটেজ থেকে ভিডিও সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নগরবাসীর সহযোগিতা চেয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এজন্য ফেসবুক ও ডিএমপি নিউজ পোর্টালে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজের ছবিসহ নিউজ আপলোড করে নাগরিকদের নিকট তথ্য চাওয়া হয়েছিল ডিসি মাসুদ জানান, সেই আহবানে অনেকেই সাড়া দিয়ে তথ্য দিয়ে সহায়তা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App