×

খেলা

অধরা জয়ের প্রত্যাশায় মাঠে নামছে কোহলিরা

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ১০:৫২ পিএম

বুধবার থেকে শুরু হচ্ছে সফরকারী নিউজিল্যান্ড এবং স্বাগতিক ভারতের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ এ জিতে নিয়েছে ভারত। তাই নিশ্চিতভাবেই আজকের ম্যাচ মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী থাকবে ভারতীয়রা। তা ছাড়া বর্তমানে ভারতীয় দলের সব ক্রিকেটারই রয়েছেন দারুণ ফর্মে। বুধবার  শুরু হওয়া তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারী নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন ক্যান উইলিয়ামসন। এর আগে দুদলের মধ্যে অনুষ্ঠিত ৬টি টি-টোয়েন্টি ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ ছাড়া বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাকি একটি ম্যাচ। এর মধ্যে ভারতের মাটিতে অনুষ্ঠিত ২টি ম্যাচেই ভারতকে হারিয়েছে কিউইরা। তাই বলা যায়, অতীত রেকর্ড বিচারে বুধবার ম্যাচে কোহলিদের তুলনায় এগিয়ে থাকবে ক্যান উইলিয়ামসের দল। অন্যদিকে  জিতলে কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের রেকর্ড করবে কোহলিরা।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App