চতুর্দশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ

আগের সংবাদ

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

পরের সংবাদ

বাংলাদেশ ছাড়ছে না শেভরন

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৭ , ৬:২০ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৩১, ২০১৭ , ৬:২০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরন তাদের ব্যবসা বিক্রি করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বরং বাংলাদেশে নতুন বিনিয়োগের পরিকল্পনা করছে বহুজাতিক তেল-গ্যাস কোম্পানিটি। চলতি অক্টোবরের তৃতীয় সপ্তাহে সরকারকে এ বিষয়ে জানিয়েছে শেভরন কর্তৃপক্ষ।

গত রবিবার শেভরনের এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের বহিঃসম্পর্ক বিভাগের উপদেষ্টা ক্যামেরন ভ্যান আসট এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে তিনটি ব্লকে থাকা সম্পদ বিক্রি করে দেওয়ার যে আলোচনা চলছিল, শেভরন তা আর এগিয়ে নেবে না। বরং বাংলাদেশে ব্যবসা অব্যাহত রাখা এবং পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে গত এপ্রিলে শেভরন জানায়, ওই তিন গ্যাসক্ষেত্রের প্রায় দুই বিলিয়ন ডলারের সম্পদ ও বাংলাদেশের যাবতীয় ব্যবসা চীনের কনসোর্টিয়াম হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেডের কাছে বিক্রি করে দিতে সমঝোতায় পৌঁছেছে । বাংলাদেশ সরকারও শেভরনের ব্যবসা কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল।

এদিকে গত বৃহস্পতিবার বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শেভরন বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়