ডিজিটাল ওয়ার্ল্ডের জন্য
রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তার গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়েন।
এর আগে সোমবার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে এসে রাত্রিযাপন করেন খালেদা জিয়া।
গত শনিবার কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপি নেত্রী। রাতে চট্টগ্রাম পৌঁছে সার্কিট হাউজে রাত্রিযাপন করে রোববার কক্সবাজার যান তিনি। কক্সবাজার সার্কিট হাউজে রোববার রাতে বিশ্রাম নিয়ে সোমবার রোহিঙ্গাদের ত্রাণ দিতে যান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।