×

খেলা

শীর্ষে ফিরলেন কোহলি, সাকিব দুই নম্বরেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ০৩:২৮ পিএম

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনঃদখল করলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিংয়ের পুরস্কারস্বরূপ শীর্ষে জায়গা করে নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। চূড়ায় ওঠার পথে রেটিং পয়েন্টের দিক থেকে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান কোহলি। এবি ডি ভিলিয়ার্সের কাছে দেড় সপ্তাহ আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারান কোহলি। দশ দিন যেতেই হারানো রাজত্ব ফিরে গেলেন ভারতীয় দলনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ২৬৩ রান করা কোহলি ৮৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ফেরেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৮৭ রেটিং পয়েন্ট পাওয়ার রেকর্ড এতদিন ছিল টেন্ডুলকারের দখলে। ১৯৯৮ সালে মাস্টার ব্লাস্টার ৮৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেন। ১৯ বছর পর শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান দুই নম্বরেই রয়েছেন। সর্বোচ্চ ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ শীর্ষে রয়েছেন। দুই সপ্তাহ আগে শীর্ষস্থান হারানো সাকিবের পয়েন্ট ৩৪৬। অন্যদিকে ৩২৯ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী রয়েছেন তিন নম্বরে। ভারতের ওপেনার রোহিত শর্মা সিরিজে ১৭৪ রান করায় ক্যারিয়ারের সর্বোচ্চ ৭৯৯ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। তথাপি তিনি সাত নম্বরেই রয়েছেন। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এক ধাপ এগিয়ে ১১ নম্বরে ওঠে এসেছেন। পাকিস্তানের হাসান আলি যথারীতি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন। অন্যদিকে ভারতের জসপ্রিতম বুমরাহ ক্যারিয়ার-সেরা র‌্যাঙ্কিং তিনে জায়গা করে নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নেন বুমরাহ। অন্যান্য বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১৪ ধাপ এগিয়ে ২৭ নম্বরে ওঠে এসেছেন। অন্যদিকে আরেক কিউই বোলার অ্যাডাম মিলনে ১১ ধাপ এগিয়ে ৪২ নম্বরে ওঠে এসেছেন। নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করলেও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়ে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার চেয়ে দুই ধাপ পিছিয়ে দুই নম্বরেই রয়েছে কোহলির দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App