×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্পের সাবেক সহযোগী

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ০৮:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট ও তার ব্যবসার অংশীদর রিক গেটসের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুদ্রা পাচারের পরিকল্পনা ও ভুয়া বিবৃতি দেওয়াসহ ১২ দফা অভিযোগ আনা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে ওয়াশিংটনে এফবিআইয়ের একটি কার্যালয়ে আত্মসমর্পণ করেন ম্যানাফোর্ট। তবে অভিযোগের বিষয়ে তার বা রিক গেটসের বক্তব্য জানা যায়নি।

২০১৬ সালের ওই নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য প্রভাব এবং ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে মস্কোর যোগসাজশের অভিযোগ নিয়ে তদন্ত শুরুর পর এই প্রথম কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হল।

অবশ্য এসব অভিযোগের মধ্যে ট্রাম্পের ভোটের প্রচারের প্রসঙ্গ সরাসরি আসেনি। ২০০৬ ও ২০১৫ সালে ইউক্রেইনে রাশিয়াপন্থি একটি রাজনৈতিক দলের হয়ে পরামর্শকের কাজ করার ক্ষেত্রে অনিয়মগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান সদস্যের দাবির মুখে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত মে মাসে সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলারকে বিশেষ কাউন্সেল হিসেবে এই তদন্ত পরিচালনার দায়িত্ব দেয়।

সোমবার মুলারের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, কলাম্বিয়ার ডিস্ট্রিক্ট গ্র্যান্ড জুরি গত ২৭ অক্টোবর ম্যানাফোর্ট ও গেটসের বিরুদ্ধে ১২ দফা অভিযোগ আনে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুদ্রা পাচারের পরিকল্পনা, বিদেশি একটি পক্ষের অননুমোদিত এজেন্ট হিসেবে কাজ করা, লবিস্ট হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য না দেওয়ার সাতটি অভিযোগসহ এক ডজন অভিযোগ আনা হয়েছে সেখানে।

দুই আসামি এফবিআইয়ের হেফাজতে নেওয়ার অনুমতি পাওয়ার পর তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রকাশ করেছে বিশেষ কাউন্সেলের অফিস।

৬৮ বছর বয়সী ম্যানাফোর্ট সেই ১৯৭৬ সালে জেরাল্ড ফোর্ডের সময় থেকে শুরু করে রিপাবলিকান পার্টির হয়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের দায়িত্ব পালন করেছেন।

২০১৬ সালের অগাস্টে ডোনাল্ড ট্রাম্পের প্রচার কমিটির চেয়ারম্যান থাকা অবস্থায় ইউক্রেইনের রাশিয়াপন্থি রাজনীতিবিদদের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠলে ওই দায়িত্ব থেকে সরে যান ম্যানাফোর্ট। সে সময় তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেছিলেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে এই সিদ্ধান্তে এসেছে যে, ট্রাম্প যাতে নির্বাচনে জিততে পারেন, সেজন্য সাহায্য করতে চেয়েছিল রাশিয়া সরকার।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই সব ধরনের যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আসছেন। এই তদন্তকে তিনি আখ্যায়িত করেছেন ‘উইচ হান্ট’ হিসেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App