×

আন্তর্জাতিক

মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ০৩:০৮ পিএম

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় নাশাব্লদ ২ হোটেলের বাইরে গাড়ি বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়ে বলেছে। হোটেলের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্য ও চরমপন্থীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলার প্রেক্ষাপটে সরকারের একজন মন্ত্রীসহ ৩০ জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। চরমপন্থী গ্রুপ আল শাবাব হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, তাদের যোদ্ধারা হোটেলে ভেতরে রয়েছে। এদিকে এর মাত্র দুই সপ্তাহ আগে মোগাদিসুর ব্যস্ত রাস্তায় ট্রাক বোমা হামলায় সাড়ে তিনশ লোক নিহত হয়। সোমালিয়ার রাজধানীতে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ একক বিস্ফোরণের ঘটনা। উল্লেখ্য, রবিবারের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠককে সামনে রেখে দেশটির নেতৃবৃন্দ যখন মোগাদিসুতে জড়ো হচ্ছিলেন শনিবারের এ হামলা তখনই চালানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App