×

জাতীয়

মানিকগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দির অপসারণ মামলা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ০৮:০৭ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে শীলপাড়া সার্বজনীন মন্দির অপসারণের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুর রহিম খানসহ আরো ৫০-৬০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, জমি-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উপজেলার শীলপাড়ার প্রমোদ শীল ওরফে সূর্য শীলের সঙ্গে আবদুর রহিম খানের বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় আবদুর রহিম খানের লোকজন ভোরে ওই মন্দিরের সব কিছু একটি ট্রাকযোগে অপসারণের চেষ্টা করে। খবর পেয়ে থানা পুলিশ মন্দিরের মালামালসহ ওই ট্রাকটিকে জব্দ করে। এরপর ওই ঘটনায় প্রমোদ শীল বাদী হয়ে রহিম খানসহ স্থানীয় আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করলে থানা পুলিশ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। শিবালয় থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ক্রয়সূত্রে আবদুর রহিম খান দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সমাধানের চেষ্টাও করা হয়। কিন্তু ভোরে রহিম খানের লোকজন ওই মন্দিরের যাবতীয় মালামাল অবৈধভাবে ট্রাকযোগে অপসারণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ট্রাকসহ ও মালামালগুলো জব্দ করা হয়। ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আবদুর রহিম খানসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App