×

জাতীয়

ত্রাণ বিতরণে উখিয়া যাচ্ছেন খালেদা জিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ১১:৫৫ এএম

কক্সবাজারের উখিয়ায় চারটি ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে সোমবার (৩০ অক্টোবর) ত্রাণ বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১১টার থেকে তার ত্রাণ বিতরণের কথা রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, মোট ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ও খাদ্য সামগ্রী থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মীর্জা আব্বাস ট্রাকভর্তি পণ্য সামগ্রী রোহিঙ্গাদের ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল টিম উদ্বোধন করবেন তিনি। সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। ত্রাণের একটি অংশ খালেদা জিয়া উখিয়ার ময়নাগর এলাকা থেকে শুরু করে ৪টি স্পটে রোহিঙ্গাদের হাতে তুলে দেবেন। রোহিঙ্গাদের ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল টিম উদ্বোধন করবেন তিনি। আজ কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বিএনপি প্রধান|

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App