×

খেলা

মেসি-পাওলিনিয়ো জেতালেন বার্সেলোনাকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ১২:০২ পিএম

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিওনেল মেসি ও পাওলিনিয়োর গোলে সকল প্রতিযোগিতায় টানা ১৪তম জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও পোক্ত করেছে বার্সেলোনা। ১০ ম্যাচে ৯ জয় নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ১টি ম্যাচ ড্র করেছে তারা। পয়েন্ট ২৮। দুইয়ে থাকা ভ্যালেন্সিয়া পিছিয়ে ৪ পয়েন্টে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পিছিয়ে ৮ পয়েন্টে। অবশ্য লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা বার্সেলোনা থেকে ১ ম্যাচ কম খেলেছে। শনিবার রাতে বিলবাওয়ের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ৩৬তম মিনিটে মেসি কাতালানদের লিড এনে দেন। বাঁদিক থেকে জর্দি আলভার সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে বল নিয়ে ভিতরে ঢুকে গোল করেন মেসি। লিগে এটি মেসির ১২তম গোল। এবারের লিগে সর্বোচ্চ গোলদাতাও আর্জেন্টাইন সুপারস্টার। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বিলবাও। ফিরে এসে গোলের সুযোগ তৈরি করেছিল স্বাগতিক দল। বার্সেলোনার রক্ষণভাগ ভাঙতে পারলেও গার্সিয়ার হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর মুহুর্মুহু আক্রমণে বার্সেলোনার রক্ষণভাগে আতঙ্ক ছড়াচ্ছিলেন তারা কিন্তু কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিলেন না। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগে গোল হজম করে বসে স্বাগতিক দল। ব্রাজিলের পাওলিনিয়ো ব্যবধান দ্বিগুন করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের হার হজম করতে হয় অ্যাথলেটিক বিলবাওকে। পয়েন্ট টেবিলের একাদশ স্থানে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের এটি ১০ ম্যাচে পঞ্চম পরাজয়। ৩টি জয়ের পাশাপাশি ২টি ড্র করেছে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App