×

জাতীয়

চাঁদনী আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তার ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ১১:০৭ এএম

খুলনায় স্কুলছাত্রী শামছুর নাহার চাঁদনী আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি শামীম হাসান শুভসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ন’কাঠী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  তারা হলেন- শামীম হাসান শুভ, তার বাবা শাহ আলম ও মা জাকিয়া বেগম। এর আগে এ মামলায় মাফিয়া কবির ওরফে মাফিয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের ডেপুটি কমিশনার মো. আব্দুল্লাহ আরেফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহস ন’কাঠী গ্রাম থেকে শামীম হাসান শুভ, তার বাবা শাহ আলম ও মা জাকিয়া বেগমকে  গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর বখাটে শামীম হাওলাদার শুভ’র উত্ত্যক্তের শিকার হয়ে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী চাঁদনী আত্মহত্যা করে। এ ঘটনায় চাঁদনীর বাবা রবিউল ইসলাম লবনচরা থানায় মামলা করেন। মামলায় শুভ, তার বাবা শাহ আলম, মা জাকিয়া বেগম, বন্ধু হাসিব ও সৌদি প্রবাসী কবির হোসেনের স্ত্রী মাফিয়া বেগমকে আসামি করা হয়। ১৪ অক্টোবর রাতে মাফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App