×

জাতীয়

চট্টগ্রামে পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ১২:৪৬ পিএম

পাঁচদফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে বৃহত্তর চট্টগ্রামের পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার ভোর থেকে পরিবহন শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি ১৬টি ডিপো থেকে সব ধরনের কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। জানা যায়, চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলা ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন সরকারের কাছে পাঁচ দফা দাবি দেয়। এ দাবিগুলোর মধ্যে রয়েছে ওভারলোড নিয়ন্ত্রণের নামে মহাসড়কে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, কাভার্ডভ্যান এবং প্রাইমমুভারের সিটি কর্পোরেশনের বর্ধিত কর প্রত্যাহার, পুলিশি নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করা, বিআরটিএ হেভি লাইসেন্স পদ্ধতি সহজ করা এবং বে-টার্মিনালের পাশে পণ্যবাহী গাড়ির জন্য আলাদা টার্মিনাল নির্মাণ করা। বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিকী বলেন, বেশ কিছু দিন আগে সরকারের কাছে পাঁচদফা দাবি দেয়া হয়েছে। কিন্তু দাবি পূরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। দাবি পূরণ না হওয়ায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলবে। এর পরও যদি দাবি বাস্তবায়ন না হয়, তা হলে আরও বৃহৎ কর্মসূচি দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App