×

খেলা

স্বাধীনতা নয়, খেলায় মনোযোগ বার্সা কোচের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৭, ০১:৩৯ পিএম

স্পেন থেকে পুরোপুরি পৃথক হতে স্বাধীনতা ঘোষণা করেছে কাতালোনিয়া। ফলে লা লিগায় বার্সেলোনার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে জানালেন, স্বাধীনতা নয়, মাঠের খেলার দিকেই সব মনোযোগ তাদের। শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটিতে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত হয়। পাল্টা জবাবে ঘণ্টাখানেকের মধ্যেই কাতালোনিয়ায় স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটির ওপর কেন্দ্রের শাসন জারি করেছে স্পেন সরকার। কাতালোনিয়া অঞ্চলের ক্লাব বার্সেলোনা, এসপানিওল ও জিরোনা খেলছে এবারের লা লিগায়। কাতালোনিয়া স্পেন থেকে আলাদা হয়ে গেলে এই ক্লাবগুলো লা লিগায় খেলতে পারবে না বলে মন্তব্য করেছিলেন লিগ সভাপতি হাভিয়ের তাবাস। রোববার কাতালান ক্লাব জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শনিবার রাতে বার্সেলোনা খেলবে আথলেটিক বিলবাওয়ের মাঠে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়েও জবাব দিতে হলো বার্সা কোচকে। সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেছেন, ‘একটা ব্যস্ত দিন যাচ্ছে। সবারই নিজ নিজ দায়িত্ব আছে। আমার দায়িত্ব আমার দলকে জেতানোর চেষ্টা করা।’ স্বাধীনতার ব্যাপারটি মাথায় ঘুরপাক খেলেও আপাতত মাঠের খেলাতেই মনোযোগ দিচ্ছেন বার্সা কোচ, ‘এটা এখনো ঘটেনি (বার্সেলোনাকে লা লিগা থেকে বাদ দেওয়া)। আমরা একটা অনুমান নিয়ে কথা বলছি। যেটা এখানে ঘটছে, আমি সেটাই অনুসরণ করি। আমার নিজেরও একটা অভিমত আছে, যেটা আমি নিজের কাছেই রাখব। আমি খেলায় মনোযোগ দিতে চাই।’ বার্সা ছাড়া লা লিগার কথা চিন্তাও করছেন না ভালভার্দে, ‘বার্সা ছাড়া একটা লিগ? আমি শুধু জানি যে, কাল আমাদের একটা লিগ ম্যাচ আছে, যেটা আমরা জেতার চেষ্টা করব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App