×

পুরনো খবর

ত্বকের যত্নে মালটা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৭, ১১:৫৩ এএম

ঋতু বদলের এই সময়ে সব ধরনের স্কিনের কমবেশি সমস্যা হয়ে থাকে। যেমন- ত্বক কালো হয়ে যাওয়া, খসখসে ভাব, ব্ল্যাকপ্যাঁচ। এ সমস্যাগুলো সাধারণত ঋতু পরিবর্তনের কারণেই হয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকেরই ত্বকের যত্ন নেয়া উচিত এখন থেকেই। আর এ সমস্যাগুলোর সমাধানে মালটা খুবই উপকারী ভূমিকা পালন করে থাকে।
ঘরে বসে মালটা দিয়ে ত্বকের যত্নের পরামর্শ
তৈলাক্ত ত্বক
মালটার রস আইস কিউর করে পুরো মুখে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
ক্লিনজার 
মসুরের ডাল ও চাল মালটার রস দিয়ে ভিজিয়ে রেখে গুঁড়া করে নিতে হবে। এটি স্ক্রাবের মতো ম্যাসাজ করে ক্লিন করে নিতে হবে।
প্যাক
মালটার বাকল, ময়দা, মধু ও টকদই ভালো করে মিশিয়ে পুরো ত্বকে ১০ মিনিট রেখে এর পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
শুষ্ক ত্বক
মালটার রসের সঙ্গে গাজরের রস ভালো করে মিশিয়ে নিয়ে এর পর কটন বলের সাহায্যে ত্বক পরিষ্কার করা যেতে পারে।
প্যাক
ডিমের কুসুম, মালটার রস, টকদই ও ময়দা মিশিয়ে ১০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। স্বাভাবিক ত্বক পুরো ডিম ফেটে নিয়ে এর সঙ্গে ময়দা, মধু, মালটার রস মিশিয়ে ১০ মিনিট রেখে পরিষ্কার করে নিতে হবে।
 তবে এসব ব্যবহার করার আগে যে কোনো বডি লোশন দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। ভালো করে পানির ঝাপটা দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। আর যাদের শুষ্ক ত্বক তারা অবশ্যই প্যাক ব্যবহার করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App