×

জাতীয়

পার্বত্য প্রতিমন্ত্রী থানচির নবান্ন উৎসবে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৭, ০৮:৪১ পিএম

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত-ঘেঁষা বান্দরবানে থানচি উপজেলা সদরে ক্যাথলিক মিশন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যৌথ আয়োজনে নবান্ন উৎসবে শনিবার যোগ দেবেন বীর বাহাদুর এমপি। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্টনীসহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, নবান্ন উৎসবে যোগ দেয়ার আগে উপজেলা সদরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত¡াবধানে ৭ কোটি টাকা ব্যয়ের ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম-কাম-মাল্টিপারপাস হল নির্মাণকাজ, গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) তত্ত্বাবধানে ৯ কোটি টাকা ব্যয়ের নিরাপত্তা বাহিনীদের ৪ তলাবিশিষ্ট থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং শিক্ষার্থীদের নবনির্মিত ছাত্রাবাস ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করবেন। পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক, পুলিশ সুপার সনজিদ কুমার রায়, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App