×

খেলা

নেইমার এক ম্যাচ নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৭, ০৩:৪৫ পিএম

পিএসজিতে যোগ দেওয়ার পর প্রথম বারের মতো পাওয়া লালকার্ডের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ন্যুনতম শাস্তিই দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে সেই নিষেধাজ্ঞা কাটাতে হচ্ছে আজই। আজ শুক্রবার নিসের বিপক্ষে ম্যাচ পিএসজির। নিষেধাজ্ঞার কারণে নিজেদের ঘরের মাঠের এই ম্যাচটাই খেলতে পারছেন না পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি নেইমারকে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞাও অবশ্য দেওয়া হয়েছে। মৌসুমের বাকি সময়ে একই ধরনের অপরাধ আবার করলে বাড়তি আরও এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন নেইমার। নিষেধাজ্ঞা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি নেইমার। তবে পিএসজির স্প্যানিশ কোচ উনাই আমরি বলেছেন, নেইমারকে অবশ্যই লালকার্ডের বিষয়ে আরও সচতেন হতে হবে। তাকে শিখতে হবে, প্রতিপক্ষ খেলোয়াড়ে উত্যক্ত করলেই মেজাজ হারিয়ে ফেলা যাবে না। মাঠে আরও বেশী ধৈর্যের পরিচয় দিতে হবে তাকে। ‘তাকে অবশ্যই লিগের দল, রেফারি, সবার সঙ্গে মানিয়ে নিতে হবে। সে বুদ্ধিমান। তাকে অবশ্যই আরও বেশী সচেতন হতে হবে এবং রোববারের ঘটনা থেকে তাকে শিখতে হবে।’-নিসের বিপক্ষে ম্যাচের আগে বলেছেন উনাই আমরি। গত রোববার ম্যাচের পর লালকার্ড পাওয়া নিয়ে নেইমারের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন পিএসজি কোচ, ‘ম্যাচের পর আমি এ বিষয়ে তার সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি, প্রতিপক্ষ খেলোয়াড়েরা উত্যক্ত-বিরক্ত করলেই কোনো রকম ঝামেলায় জড়ানো যাবে না।’ সতীর্থরা আজ যখন খেলবেন, নেইমারকে তাদের খেলা দেখতে হবে গ্যালারিতে বসে। ব্রাজিলিয়ান তারকার এই লালকার্ড-নিষেধাজ্ঞায় কপাল খুলেছে আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার। মৌসুমে এর আগে একটি মাত্র ম্যাচে পিএসজির শুরুর একাদশে সুযোগ পেয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। নেইমারের অনুপস্থিতিতে শুক্রবার দ্বিতীয় বারের মতো ডি মারিয়া শুরুর একাদশে জায়গা পেতে যাচ্ছেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App