×

জাতীয়

দীঘিনালায় ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৭, ০৯:২১ পিএম

খাগছড়িরর দীঘিনালা উপজেলার মাইনী ব্রিজ ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুছড়া থেকে কাঠ বোঝাই একটি ট্রাক জেলা সদরে যাচ্ছিল। ট্রাকটি ব্রিজের ওপরে উঠলে ব্রিজের একাংশ দেবে গিয়ে কাঠ বোঝাই ট্রাকটি নদীর চড়ে পড়ে যায়। ঘটনার পর চালক ও চালকসহকারী পালিয়ে যান।

দুর্ঘটনার ফলে উপজেলার বাবুছড়া, কবাখালী, দীঘিনালা ইউনিয়ন ছাড়াও রাঙ্গামাটি জেলার সাজেক এবং বাঘাইছড়ি উপজেলার সাথে সকল প্রকার ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনার পরপর

এদিকে বিকালে সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী চাদের গাড়ি নদীর বিপরীত পাড়ে আটকা পড়ে।

এব্যাপারে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী বীরভদ্র চাকমা জানান, প্রথমমত ব্রিজটি অনেক পুরাতন এবং অতিরিক্ত ভারের কারণে ব্রিজটি ভেঙ্গে কাঠ বোঝাই ট্রাকটি নদীতে পড়ে গেছে। তিনি আরো জানান, বেইলি ব্রিজের সরঞ্জামগুলো সংগ্রহ করা গেলে সপ্তাহ-দশ দিনের মধ্যে চালু করা যাবে।

এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন ভুইয়া জানান, অতিরিক্ত কাঠ বোঝাই এবং ব্রিজটি পুরাতন হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেহ গুরুতর আহত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App