×

জাতীয়

কাপাসিয়ায় বিনামূল্যে ডায়াবেটিস সেবা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৭, ১০:০৮ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস সেবা দেয়া হয়েছে। শুক্রবার উপজেলা ডায়াবেটিক সমিতি এ সেবা দেয়।

কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার হামিদুল হক, সহসভাপতি আ. হালিম খোকন, ইউপি চেয়ারম্যান আ. হাই, মোহাম্মদ রুহুল আমীন, ডেনটিস্ট এমদাদুল হক, রেনেটার জেলা ম্যানেজার কিরণ দেবনাথ, নারী নেত্রী আমিনা খাতুন মুনমুনসহ স্থানীয় ব্যক্তিরা চিকিৎসাসেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আমরাইদ গ্রামের স্থানীয়রা বলেন, রিমি এমপি খুব ভালো কাজ করছেন। আমরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করেছি। ডা. জুলকার নাঈম ইবনে নোমান, ডা. সুমাইয়া মিনফা, নার্স জাকিয়া সুলতানা, ল্যাব টেকনোলজিস্ট নাঈম হোসেন, ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ রোগীদের সেবা প্রদান করেছেন। ডায়াবেটিস রোগের ব্যবস্থাপত্রের পাশাপাশি মেডিসিন, প্রেসার, ওজন ও পুষ্টির পরামর্শ দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা হামিদুল হক বলেন, চিকিৎসাসেবা একপ্রকার এবাদত। রিমি এমপি এবাদতের কাজ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের দেখা যায়নি।

উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি হিসেবে সার্বিকভাবে দেখাশোনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App