×

আন্তর্জাতিক

কাতালুনিয়ার স্বাধীনতার ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৭, ০৮:১০ পিএম

কেন্দ্রের শাসন চালুর হুমকির মধ্যেই স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে কাতালুনিয়া।

শুক্রবার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটি শেষে কাতালুনিয়ার স্বাধীনতার এই ঘোষণা আসে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাতালান পার্লামেন্টের ১৩৫ সদস্যের মধ্যে স্বাধীনতার পক্ষে ভোট দেন ৭০ জন। বিপক্ষে ভোট পড়ে ১০টি। আর দুইজন খালি ব্যালট জমা দেন।

সোশালিস্ট পার্টি, পিপলস পার্টি ও সিউদাদানোসের পার্লামেন্ট সদস্যরা ভোট বয়কট করে অধিবেশন থেকে বেরিয়ে যায়।

গণভোটের ‘রায়’ মেনে গত ১০ অক্টোবরই স্বাধীনতার ঘোষণাপত্রে সই করেন অঞ্চলিক নেতারা।

কিন্তু তাৎক্ষণিকভাবে তা কার্যকর না করে আলোচনার প্রস্তাব দেন কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App