×

খেলা

সিরিজ জিতল অস্ট্রেলিয়ার মেয়েরা

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৭, ১১:১১ পিএম

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল ম্যাথডে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে অ্যাশেজ সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়ার মেয়েরা। বৃহস্পতিবার  সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নামে অজি মেয়েরা। দুই ওপেনারের ৯৮ রানের পার্টনারশিপে শুরুটা দুর্দান্ত হয় অস্ট্রেলিয়ার। এরপর ১৬৮ রানে পড়ে দ্বিতীয় উইকেট। দলীয় ক্যাপ্টেন হ্যাইন্সের ৫৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসের মাধ্যমে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের সংগ্রহ ২৯৬ রান। অস্ট্রেলিয়ার ইনিংসে রয়েছে চারটি অর্ধশত রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রিকেল হ্যাইন্স। ইংল্যান্ডের হয়ে হার্টলি ২টি উইকেট নেন। [caption id="attachment_7064" align="aligncenter" width="1400"] ৬৭ রানের ইনিংস খেলার পথে বলকে মাঠ ছাড়া করছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান পেরি[/caption] বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস দেরিতে শুরু হওয়ার ফলে ডিএল ম্যাথডে ইংল্যান্ডকে ৪৬ ওভারে ২৮৫ রানের টার্গেট দেয়া হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংলিশ মেয়েরা। মাত্র ২০ রানে দুই ওপেনার আউট হয়ে যায়। অধিনায়ক হ্যাথার নাইট ম্যাচের হাল ধরলেও ব্যক্তিগত ৩৬ রানে মাঠ ছাড়েন তিনি। মিডলঅর্ডার ব্রান্টের ফিফটিতে সফরকারীদের মনে আবারো আশার আলো জ¦ললেও স্কুটের বলে বোল্ড হয়ে থেমে যান তিনি। এরপর আর কেউই ভালো করতে পারেননি। ৪২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে মেগ্যান স্কুট ৩৩ রানে ৪টি উইকেট নেন। আর ২টি করে উইকেট নেন জোনাসেন এবং বেইথ। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়ার মেয়েরা। এ মাসের ২৯ তারিখে অস্ট্রেলিয়ার কোফস স্টেডিয়ামে তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচ হারলেই ইংল্যান্ডের মেয়েদের হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App