×

রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে সরকার ‘নতজানু’: ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৭, ০৯:৩৭ পিএম

রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভূমিকা ‘নতজানু’ বলেই রাশিয়া ও চীনকে বুঝাতে তারা ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘রোহিঙ্গা ইস্যু আজকে আমাদের জন্য বড় সমস্যা হয়ে গেছে। এই ইস্যুতে সরকার সম্পূর্ণভাবে একটা নতজানু ভূমিকা পালন করছে। তারা (সরকার) কোনোভাবেই আজকে এই কথা বলতে পারবে না, তারা তাদের সময়োচিত যে পদক্ষেপগুলো নেয়া উচিত ছিল, সেগুলো তারা নিয়েছে।’

তিনি বলেন, ‘তারা জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য দেশকে এখন পর্যন্ত কনভিন্স করতে পারেনি। যার ফলে রাশিয়া ও চীন এখনও কিন্তু বিরোধিতা করেই চলেছে। অন্যদিকে ভারতও মিয়ানমারের পক্ষে সমর্থন নিয়েছে।’

জাতিসংঘের হিসাব, এবার দমন অভিযান শুরুর পর ২৫ আগস্ট থেকে এই পর্যন্ত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের উদ্যোগে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রুখো আগ্রাসন, হটাও দুঃশাসন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমরা জানি এত সহজে সবকিছু হওয়ার নয়। কিন্তু সেই কাজটিকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে কোনো বিভেদ নয়, আজকে একটা ঐক্য গড়ে তুলতে হবে জনতার ঐক্য, গণতন্ত্রের জন্য। তাহলেই আমরা সফল হতে পারব।’

এজন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, সহ-সভাপতি ফরিদউদ্দিন আহমেদ, ফারুক আহমেদ, এমদাদুল হক চৌধুরী, মুসলেম উদ্দিন, জহুরুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, আনোয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন, জাহিদুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App