×

অর্থনীতি

পুঁজিবাজারে সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৭, ০৪:৫৫ পিএম

প্রধান মূল্য সূচকের ঊর্ধ্বমুখিতায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট এবং লেনদেন বেড়েছে ৮০ কোটি ১৬ লাখ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স বেড়েছে ৯ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ১১ কোটি ৭১ লাখ টাকা। তথ্য পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূচকের এ প্রবণতা অব্যহত থাকে। কিন্তু এরপর লেনদেন হওয়া একের পর এক প্রতিষ্ঠানের দরপতনের কারণে দুপুর ১টা ২০ মিনিটে ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে যায়। অবশ্য শেষ সময়ের লেনদেনে আবার ঊর্ধ্বমুখী হয়ে পড়ে সূচক। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে কমেছে অপর দুটি মূল্য সূচক। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ২ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম। লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৯৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৮২ কোটি ৮৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেমিনি সি ফুডের শেয়ার। এদিন কোম্পানির ৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ২২ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে-লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ইফাদ অটোস, গ্রামীণ ফোন, বিবিএস কেবলস, সাফকো স্পিনিং এবং আমরা নেটওয়ার্ক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৮ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৮টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App