×

জাতীয়

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৭, ১২:৪৪ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে তরিকুল শেখ (৪০) নামে যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হন। উপজেলার কলাবাড়িয়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তরিকুল ইসলাম কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শেখের ছেলে। আহতরা হলেন- মুক্তার শেখ (৪০), এনায়েত শেখ (৩২), শের আলম (৫০)। বাকিদের নাম জানা যায়নি। এলাকাবাসী জানান, কলাবাড়িয়া বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া গ্রামের হাসমত তালুকদার ও তরিকুল শেখ গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। হাসমত তালুকদার গ্রুপের লোকজন কলাবাড়িয়া বাজারের নিয়ন্ত্রণ করায় প্রতিপক্ষ তরিকুল গ্রুপের লোকজন বাজারে আসতে পারছিলেন না। গত কয়েকদিন ধরে তরিকুল পক্ষের লোকজন বাজারের নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কলাবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় তরিকুল ইসলাম ঘটনাস্থালেই মারা যান। হতাহতরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানাগেছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App