×

রাজনীতি

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বক্তব্য তথ্যভিত্তিক : সিইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৭, ০৭:০৭ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ‘পুনঃপ্রতিষ্ঠা’ করেছেন। জিয়াউর রহমানের সময়ই ‘বহুদলীয় গণতন্ত্র আবার ফিরে এসেছে।’ তিনি জানান, এ ধারণা ‘তথ্যভিত্তিক’। কাউকে ‘খুশি করার’ জন্য এ কথা বলেননি তিনি।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি। তিন মাস ধরে রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম, সাবেক নির্বাচন কমিশনের সঙ্গে মোট ৪৫টি সংলাপ সম্পন্ন করে ইসি। বিষয়গুলো জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংলাপে চারশোরও বেশি সুপারিশ এসেছে উল্লেখ করেন সিইসি।

গত ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপ করে ইসি। সেখানে সিইসি কে এম নূরুল হুদা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসা করেন। একই সঙ্গে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়েও কথা বলেন। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘জিয়াউর রহমান সাহেব যখন নতুন দল প্রতিষ্ঠা করেন বোধহয় ১৯৭৭-এর ৩০ সেপ্টেম্বর। যতদূর মনে পড়ে। এর আগে তো গণতন্ত্র ছিল না দেশে। তিনি বলেন, ‘প্রতিষ্ঠা তো না, আমি বলেছি পুনঃপ্রতিষ্ঠা। তার মানে হলো বহুদলীয় গণতন্ত্র ছিল, বহুদলীয় গণতন্ত্র আবার ফিরে এসেছে। সে ভিত্তিতে বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটা তো তথ্য থেকে বলেছি। তথ্যভিত্তিক।’ ওই তথ্যের ব্যাপারে তিনি আরো বলেন, হ্যাঁ এটি আমি অউন (ধারণ) করি।’

কাউকে খুশি করার জন্য তিনি একথা বলেননি বলে জানান সিইসি।

সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গের বিষয়টি আসে। এ বিষয়ে সিইসি নূরুল হুদা তাঁর অবস্থান তুলে ধরেন।

সিইসি বলেন, ‘সহায়ক সরকারের বিষয় আছে, সংসদ ভেঙে দেওয়ার মতো প্রস্তাব, যেগুলো সাংবিধানিক বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। সেগুলো নিয়ে চাপ দেওয়া বা বাধ্য করার কোনো সুযোগ নাই।’

রাজনৈতিক দূরত্ব কমানোর কোনো উদ্যোগ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি নূরুল হুদা বলেন, ‘না, এটা আমরা নেব না। এটা আমাদের নেওয়ার কোনো ইচ্ছা নেই। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে হওয়া ভালো। তাই হওয়া উচিত। এ উদ্যোগে আমরা যেতে চাই না।’

নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি জানিয়ে সিইসি নূরুল হুদা বলেন, ‘বিদ্যমান আইনেই সেনা মোতায়েন সম্ভব।’ এ ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাঁর কৌশল কী হবে তা তিনি জানান।

সিইসি বলেন, ‘যে আইন আছে সেটাই যথেষ্ট। আমরা কেবল তা প্রয়োগ করব। তা করেই আমরা নির্বাচনের শৃঙ্খলার মধ্যে আনব।’ তিনি জানান, ডিসেম্বরের মধ্যে সংলাপের প্রস্তাবগুলো বই আকারে প্রকাশ করবে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App