×

খেলা

অনুশীলনে ব্যস্ত বিপিএলের দলগুলো

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৭, ১১:২০ পিএম

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পঞ্চম আসরকে ঘিরে এবার উন্মাদনা একটু বেশি। অংশগ্রহণকারী সাত দলই শিরোপা জিততে মরিয়া। তাই দলগুলো এখন অনুশীলনে ব্যস্ত সময় পার করছে।  বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে ২০১৫ সালের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন করেছে। ক্যাম্পের প্রথম দিন উপস্থিত ছিলেন পাঁচ ক্রিকেটার অলক কাপালি, আল আমিন, রকিবুল হাসান, এনামুল হক এবং মেহেদি হাসান রানা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ব্যাটিং বোলিং করেন ক্রিকেটাররা। দলের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমাদের দলের বেশিরভাগ প্লেয়ারের খেলা চলায় অনুশীলনে সবাই যোগ দিতে পারেনি। তবে সবাই খেলার ভেতরে আছে এটা একটা ভালো দিক। কিছুদিনের মধ্যে সবাই দলে যোগ দিবে তখন আরো বেশি কাজ করতে পারব। এবারের কুমিল্লা টিম নিয়ে আমি বেশ আশাবাদী। দেশি বিদেশির সমন্বয়ে ভালো একটা টিম করতে পেরেছি। টুর্নামেন্টে আমরা প্রতি ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। অবশ্যই ভালো কিছু করার টার্গেট রয়েছে। বিপিএল শুরু হতে বেশ কিছুদিন বাকি। আমি আশা করব তামিম ততদিনে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিবে। তামিমের বিকল্প বা অন্য কিছু এখনই ভাবছি না। তামিম আমাদের টিমের সেরা প্লেয়ার এতে কোনো সন্দেহ নেই। গত আসরেও সে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী। অন্যদিকে ঢাকায় অনুশীলন করেছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। রংপুর টম মুডির তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে সকাল থেকেই। এ নিয়ে অনুশীলনে দিন পার করেছে দুদিন। একই দিনে মোহাম্মদপুরের ইউল্যাবের মাঠে অনুশীলনে নেমেছে খুলনা টাইটান্স। যদিও তাদের কোচ কিংবা বিদেশি কোনো খেলোয়াড় উপস্থিত ছিলেন না। দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদও। তিনি দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের সঙ্গে এখন খেলছেন টি-টোয়েন্টি সিরিজ। দেশে ফিরেই যোগ দেবেন নিজ দলের অনুশীলনে। [caption id="attachment_7068" align="aligncenter" width="772"] সুইমিংপুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়রা[/caption] আগামী ৪ নভেম্বর থেকে বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াচ্ছে, ঢাকা ডায়নামাইটসের পেসার মোস্তাফিজ তখন থাকবেন পুনর্বাসন প্রক্রিয়ায়। প্রোটিয়া সফরের সময়ে অ্যাঙ্কেল ইনজুরিটা তাকে সহসাই মুক্তি দিচ্ছে না। কিম্বার্লিতে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন ওয়ার্মআপ সেশনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন ফিজ। বৃহস্পতিবার হয়েছে ফিজিওথেরাপি। বিসিবির চিকিৎসক দেবাশীষ মনে করছেন, পুরোপুরি ফিট হতে লাগতে পারে আরো ৩ সপ্তাহ। গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস অনুশীলন শুরু করবে আগামী ২৯ অক্টোবর থেকে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমি মাঠে। একই দিনে মিরপুর স্টেডিয়ামে চিটাগং ভাইকিংস অনুশীলন শুরু করবে। ঢাকায় কয়েক দিন অনুশীলনের করার পর সিলেটে যাবে চিটাগং ভাইকিংস। ওই দিন সকাল ৯টা থেকে অনুশীলন শুরু করবে ঢাকা ডায়নামাইটসও। দলের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর থেকে বিদেশি ক্রিকেটারদের কয়েকজনকে অনুশীলনে পাওয়া যাবে। একই দিনে টিকিট বিক্রিও শুরু হচ্ছে বিপিএলের। বরাবরের মতো এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। আসরের প্রথম পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। তাই এ ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে শুধু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখায়। টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা করলেও এখনো জানানো হয়নি টিকিটের মূল্য। তবে নতুন করে সাজানো স্টেডিয়ামে চারটি ভিন্ন ক্যাটাগরির আসন-ব্যবস্থার জন্য চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হবে। এগুলো হলো গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, গ্রিন গ্যালারি ও সাধারণ গ্যালারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App